‘বঙ্গ শিরোমণি’ সম্মানে ভূষিত সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ -র উপন্যাস ‘দশচক্র’এবার ধারাবাহিক আকারে ড্রিমনিউজে
ইতিমধ্যেই দুই শতাধিক মৌলিক গ্রন্থ এবং অসংখ্য সম্পাদিত গ্রন্থের স্রষ্টা, পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার সহ নানা পুরস্কারে পুরস্কৃত সাহিত্যিক সিদ্ধার্থ সিংহের ধারাবাহিক শুরু হচ্ছে ড্রিমনিউজে যার নাম দশচক্র। তবে এই উপন্যাস আর পাঁচটা সাধারণ উপন্যাসের মতো নয়,সাহিত্যিকের বিশাল পরিচিতিমন্ডলকে ঘিরে লেখা এক আত্মজীবনীমূলক রিয়ালিটি উপন্যাস। বহু বিশিষ্ট বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ প্রমুখদের কথা উঠে এসেছে তাঁর এই উপন্যাসের পাতায়। উঠে এসেছে কলেজস্ট্রিটের বইপাড়ার অনেক অজানা তথ্য। সবমিলিয়ে আলোড়ন সৃষ্টি করতে পারে এমন এক ধারাবাহিক আসছে আগামী রবিবার থেকে ড্রিমনিউজে।
Home
Literature ‘বঙ্গ শিরোমণি’ সম্মানে ভূষিত সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ -র উপন্যাস ‘দশচক্র’ এবার ধারাবাহিক...