মোমবাতির
শিখায়
গলে
যায়
রাত
শিপ্রা(লাভলী)
সেদিন
ছিলো
সন্ধ্যেবেলা
দ্বিতীয়ার
চাঁদের
আলো
পাশাপাশি,
রিকশোর
হাটখোলা
বাতাসের
ঘুম
বা’হাতে আঙুলের ফাঁকে প্রথম নিঃশেষিত আগুন
বাদামের
খোসার
শব্দ,
ঝিঁঝিঁরা
পাতার
আড়ালে!!
কিছুক্ষণ
ভেজা
জোছনার
সামিয়ানা
তখন হালকা আকাশী আর...