কখনো ইচ্ছে হয় তোমাকে নিয়ে চলে যাই দুরের কোন পাহাড়ি গ্রামে… কবি প্রিয়া ভট্টাচার্য্য
ইচ্ছেডানা প্রিয়া ভট্টাচার্য্য
কখনো কখনো ইচ্ছেগুলো ডানা মেলে পাড়ি দেয় দূর আকাশে,
তখন হাজার চেষ্টা করেও আর নাগাল পাই না ওদের!
ইচ্ছেগুলো বড্ড বোকা, ওরা বাস্তবটা মোটেও বোঝে না। নাকি বুঝতে চায় না…. কে জানে!!! কল্পনা কি কখনো সত্যি হয়?
কখনো ইচ্ছে হয় তোমাকে নিয়ে চলে যাই দুরের কোন পাহাড়ি গ্রামে…
যেখানে রোজ সকালে হালকা লাল সূর্যর আলোয় ঘুম থেকে জাগবে তুমি…
পেঁজা তুলোর মত মেঘ এসে খেলবে তোমার সাথে…
ইচ্ছে করে রামধনুটাকে বলব রোজ অন্তত একবার যেন আসে তোমার কাছে….
বিকেল গড়িয়ে রাত হবে যখন,
দুজনে হাতে হাত রেখে দেখবো
আকাশের বুকে তারাদের আল্পনা।
স্নিগ্ধ চাঁদের আলোয় তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকবো আমি।
তখন মেঘগুলোকে ছুটি দিয়ে দেব…
যাতে চাঁদটা আড়াল না হয়…
কিন্ত এসব তো অলীক কল্পনাই….
জানি পূরণ হবে না কোনদিনই !!!
তবু আমার ইচ্ছেগুলোকে তা বোঝাতেই পারিনা।
ওরা তবু ডানা মেলে আকাশেই উড়তে চায়….
আর অসহায় আমি তা দেখতেই থাকি।