অন্তরালে
অনিমা গিরি
ছুঁয়ে যাওয়া ইস্তক মন অস্থির হয়ে আছে,
স্তন্যপায়ী ভালোবাসা বুক ঘসে ঘসে তোমার তুহীন এ ডুবেছে।
শব্দের উষ্ণতা পারদ মেপে স্নান করছে,
নগ্নতা জড়ান মরুভূমি সাগরে মিলেছে,
হাতের ওপর হাত রেখে আজ আকাশ ছুঁয়ে,,
পৃথিবীর নীলে একটা সমুদ্র খুঁজে নাবিক হব !
একবারের স্পর্শে আমি ……
চারিপাশে হাহাকারের শহস্র আঙুল ঘিরে আছে ,
উন্মাদ বুকের জ্বালা জড়িয়ে আঙুল ভিজছে।
অহংকারী পুরুষের হৃৎপিন্ড অবৈধ তালুক গড়ে !
রক্তের সেচ বুনে মনুষ্যত্ব নগ্ন হচ্ছে ।
ইঙ্গিতে ইঙ্গিতে পুড়ছে
হাড়ে লেগে থাকা মাংসপিণ্ড।।
নাশকতার অন্ধকারে ডুবছে পুরুষাঙ্গ।
নীলে আর নীল নেই।।
বিদ্রোহের পর বিদ্রোহ,
মোমবাতির পর মোমবাতি
আড়ালে নিভছে শরীর ।।
আকাশে ভেসে থাকা অগ্নিপিন্ড আজো জ্বলছে।
যেমন করে জ্বলছি আমি,
আগুনে পুড়ে আগুন হচ্ছে মেরুদণ্ড ,,
পৃথিবীর কোলে পৃথিবী হবে আবার জন্ম !
একবারের স্পর্শে আমি….. না,
জীবাশ্মের স্পর্শে আমি ‘মা’ !