মোমবাতির শিখায় গলে যায় রাত
শিপ্রা(লাভলী)
সেদিন
ছিলো
সন্ধ্যেবেলা
দ্বিতীয়ার
চাঁদের
আলো
পাশাপাশি,
রিকশোর
হাটখোলা
বাতাসের
ঘুম
বা’হাতে আঙুলের ফাঁকে প্রথম নিঃশেষিত আগুন
বাদামের
খোসার
শব্দ,
ঝিঁঝিঁরা
পাতার
আড়ালে!!
কিছুক্ষণ
ভেজা
জোছনার
সামিয়ানা
তখন হালকা আকাশী আর কড়া নীলের ছায়ায় নতজানু
শহর ছেড়ে খানিকটা ধূলো-মাখা মাটিয়ালী পথ
মোমবাতি
শিখায়
গলে
যায়
রাত!!
জনতার
ভিড়
ঠেলে
সবুজের
ঠোঁটে
উষ্ণতা
মুহূর্তের
কনুই,
মেঘেরা
বৃষ্টি
হয়
নিদ্রাহীন
অনন্ত
চোখে
কাজল
থেবড়ে
কবিতার
জন্ম
নিথর-নীরব সময়, একটি প্রজাপতি ছুঁয়ে রাখে বিছানায় সোহাগে!!
অজুহাতে দুঃখিত ব্ড্ড অশোভন
এখন তাই তুমি ভয়ানক—আপন
ভোরের হিজাব থেকে ডালা খোলে আচানক
সবটাই সত্যি, গতকাল ও আজকের এবাদত!!
